Search This Blog

Sunday, May 5, 2019

এইচ পি লাভক্র্যাফটের দুনিয়া - প্রতিম দাস



স্বীকার করতে দ্বিধা নেই ৪০ বছরের পাঠক জীবনে টুকটাক এই মানুষটার লেখা পড়লেও, গত ২ বছর ধরে যে ভাবে মানুষটাকে নিয়ে চর্চা করছি তা এর আগে কোনোদিন করিনি । ছোট বড় মিলিয়ে ৩১ টা গল্প অনুবাদ করেছি । তার সাথে সাথেই এ বছরের শুরুতে আরম্ভ করেছি থুলু মিথোজ এর নানান বিষয় আদির একটা বাংলা বিশ্বকোষ বানানোর । যারা এইচ পি লাভক্র্যাফটের সম্বন্ধে জানে তাদের কাছে CTHULU বা থুলু অতি চেনা শব্দ । যারা জানেন না তাদের জন্য জানাই, ইনি লেখক সৃষ্ট এক  অন্ধকার নক্ষত্রলোকের  দেবতা । শব্দটি আমাদের জিভে উচ্চারনের অযোগ্য । আপাতত যিনি সমুদ্রের তলে এক পাথুরে নগরীতে ঘুমিয়ে আছেন । কোনও একদিন উঠে আসবেন এবং এই পৃথিবীর দখল নেবেন ।
লেখক সৃষ্ট এরকম অনেক কাহিনীকে একসাথে থুলু মিথোজ বলা হয় । পরবর্তীকালে অনেক লেখক তার ভাবনা ও চরিত্রদের নিয়ে অনেক গল্প উপন্যাস লিখেছেন সেসবকেও বর্তমান সময়ে এক সাথে থুলু মিথোজ বলা হয়ে থাকে । আমি সেটা নিয়েই কাজ করছি । 






































No comments:

Post a Comment